মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:
রবিবার ১৩জুন২০২১ইং রাত আনুমানিক১.৩০ মিনিটে পীরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ।অভিযানকালে একটি প্রাইভেট কারে থাকা ৪ যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে,গাড়ীটিকে সিগনাল দিলে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে । পুলিশের চৌকসতায় গাড়ীর গতিরোধ করে তাদেরকে জিঞ্ঝাসাবাদ করিলে স্বীকার করে তাদের কাছে মাদক আছে
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন ১/ মোঃ সোহেল রানা(২৮),পিতা-মোঃ সেলিম হোসেন,সাং-টেক কাথরা,ডাকঘর-সালনা,থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর,২/ মোঃ রাখু মিয়া (৩৫), পিতা-মোঃ ইয়াকুব চৌকিদার, সাং-কাশিমপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, ৩। মোঃ রিপন হোসেন (৩৬), পিতা-মোঃ শাহজাহান বেপারী @ কিয়াম উদ্দিন বেপারী, স্থায়ী সাং-পুট বহুরিয়া,থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল, বর্তমান সাং-চন্নাপাড়া, ডাকঘর-কেওয়া বাজার, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, প্রাইভেটকার চালক মোঃ সোহেল হোসেন (২৮), পিতা-মৃত নাছির উদ্দিন, সাং-কেওয়া পশ্চিমখন্ড, ডাকঘর-মাওনা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদের প্রাইভেট কারসহ গ্রেফতার করে পীরগঞ্জ থানা পুলিশ। পরে তাদের প্রাইভেট কার তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা উক্ত ইয়াবা গাজীপুর এর জনৈক এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে। উক্ত মাদকের চালান টি তাদের কুড়িগ্রাম ডেলিভারি দেয়ার কথা ছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন ।